
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর মা বকুল বালা দাশ এর ২৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে পিতা স্বর্গীয় কালিপদ দাশ ও মাতা বকুল বালা দাশের মৃত্যু বার্ষিকীতে আত্নার শান্তি কামনায় প্রার্থনা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বাজার গ্রাম রহিমপুর নিজ বাড়ীতে মায়ের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুস্পাঞ্জলী, প্রদীপ প্রজ্জলন এর মাধ্যমে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন তার পুত্রগণ গোকুল কৃষ্ণ দাশ ও সাবেক ইউপি মেম্বর রাধাঁপদ দাশ, অনিল কৃষ্ণ দাশ, ব্যবসায়ী ছোট্টু পদ দাশ, সড়ক ও জনপদ বিভাগে চাকুরীরত পল্টু পদ দাশ, ডিড রাইটার গৌরপদ দাশ, সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু, বড় বোন কানন বালা দাশ সহ পরিবারের অন্য সদস্যরা। মহোৎসব পুজা অর্চনা পরিচালনা করেন দেবহাটা পাট বাড়ী গুরুদেব তপন গোস্মামীর পুত্র গোবিন্দ গোস্মামী। নাম সংকির্ত্তন পরিবেশন করেন কৃত্তনীয়া পরিতোষ অধিকারী। মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র নাথ বাছাড়, এম খাতুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গা রানী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ইলাদেবী মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী দুলাল সাহা, লির্ডাসের কালিগঞ্জ সমন্বয়কারী সুলতা সাহা, অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা রনজিত সরকার, আনছার ভিডিপি অফিসের অবসরপ্রাপ্ত মীর সোহারাব আলী, সাংবাদিক ফরিদুল, ইমরান, মহসীন, আনারুল সহ পাট বাড়ী গুরুদেবের ভক্তবৃন্দ আত্নীয় স্বজন উপস্থিত ছিলেন।