
হাবিবুল্লাহ বাহার, নিজস্ব প্রতিবেদক কালিগঞ্জঃ- কালিগঞ্জ থানাকে দুর্ণীতি, সন্ত্রাস, মাদক ও দালাল মুক্ত করার লক্ষ্যে আমি সচেষ্ট আছি। আমি থানার জন্য নয় জনগনের সত্যিকারের বন্ধু হয়ে কাজ করার লক্ষে সরকার আমাকে পাঠিয়েছে । এক্ষেত্রে সাংবাদিক, জন প্রতিনিধিদের সহযোগীতা কামনা করি। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মোস্তফা সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বক্তব্য এসব কথা বলেন।
মতবিনিময় সভা মঙ্গলবার (০১জুন) বেলা) ১১ টার দিকে কালিগঞ্জ থানা গোল চত্তরে আইন শৃংখলা বিষয়ে সাংবাদিক বৃন্দের সাথে অনুষ্ঠিত মাসিক সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী (সফু), কালীগঞ্জে রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেস ক্লাবের সহ সভাপতি নিয়াজ কওছার তুহিন, শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সহ সাধারণ শেখ ইকবাল আলম বাবলু, মাসুদ পারভেজ ক্যাপ্টেন প্রমুখ।
এসময় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন, দৈনিক দৃষ্টিপাতের বু্রো প্রধান আশেক মেহেদী, দৈনিক সাতনদী পত্রিকার বুরো প্রধান হাফিজুর রহমান, দৈনিক অধিকারের কালিগঞ্জ প্রতিনিধি এমডি আরাফাত আলী, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা নিজস্ব প্রতিনিধি, শেখ শাওন আহমেদ শোহাগ, কালের চিত্র বুরো প্রধান গোলাম ফারুক, শিমুল হোসেন, হাবিবুল্লাহ বাহার, জাহাঙ্গীর আলম।
এসময় থানার অফিসার ইনচার্জ বক্তব্যে আরও বলেন- আমি গত এক মাস হলো এ থানায় যোগদান করেছি। আমার উপরে অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথ মেনে জনগনের কল্যাণে কিছু করতে হবে। নির্যাতিত ও ক্ষতিগ্রস্থদের চিহিৃত করে তাদের জন্যে অবদান রাখতে চাই। কেননা আমাদের সকলকে একদিন বিবেকের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর সেইদিনের জবাবদিহীতা এখান থেকে অর্জন করতে হবে। প্রত্যেকটি ইউনিয়নের বিট পুলিশের কার্যক্রম আরও তরান্বিত করতে হবে। পুলিশী সেবার মান আরও বাড়াতে হবে। সড়ক ও জনপদে জনগনের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এগুলো নজর রাখছি। দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে। দুর্ণীতিমুক্ত, মাদকমুক্ত, হয়রানীমুক্ত পুলিশী সেবা, বিট পুলিশিং সেবা ও পুলিশের বৃহৎ কল্যাণ নিশ্চিত করা এই নীতিমালা নিয়েই আমরা দায়িত্ব পালনে স্বচেষ্ট থাকবো। মতবিনিময় সভায় থানার উপ পরিদর্শক, তরিকুল ইসলাম, হাসানুজ্জামান,ও সহকারি উপ পরিদর্শগন উপস্থিত ছিলেন।