আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া হাটে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন সফলতা প্রচারে উন্নয়ন শোভাযাত্রা ও লিফলেট বিতরন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বুধবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টায় তিনি কুশুলিয়া ইউনিয়নের হাটবাজারে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরন করেন এবং দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্লোগানে মুখরিত করে তোলেন এমপি নিজেই। এ সময় উপস্থিত ছিলেন কালিগজ্ঞ উপজেলা আ'লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সি, সাধারন সম্পাদক এনামুল হোসেন ছোট, কুশুলিয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম , দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যন গোবিন্দ মন্ডল, উপজেলা আ'লীগের সহ-সভাপতি কাজী কওফিল অরা সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সজল মুখার্জি, শ্যামনগর সদর আ'লীগের সভাপতি আলহাজ্ব জিএম আকবর কবীর, রতনপুর আ'লীগের সাধারন সম্পাদক পরেশ মন্ডল, রমজাননগর আ'লীগের সাধারন সম্পাদক পতিত পাবন মন্ডল, বিষ্ণুপুর আ'লীগের সভাপতি নুরুল হক, সাধারন সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, মথুরেশপুর আ'লীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, কৃষ্ণনগর আ'লীগের সভাপতি কবিরুজ্জামান মন্টু, মৌতলা আ'লীগের সভাপতি বাবু দুলাল চন্দ্র ঘোষ, দক্ষিণ শ্রীপুর আলীগের সাধারণ সম্পাদক আফসার সরদার, মৌতলা আ'লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, উপজেলা আ'লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা খাতুন রিক্তা, কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি শেখ শাহাজালাল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান জামু, সাধারন সম্পাদক ফারুক আহমেদ উজ্বল, মহিলা আ'লীগ নেত্রী শ্যামলী অধিকারীসহ কালিগঞ্জ উপজেলা আ'লীগ কুশলিয়া ইউনিয়ন ও ওয়ার্ড আ'লীগের নেতৃবৃন্দ, কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারো আওয়ামীলীগ সমর্থকবৃন্দ।