সাতক্ষীরার কালিগঞ্জে কাকশিয়ালী ব্রিজের পাশে সরকারি জায়গায় গড়ে ওঠা একটি ঘর এবং উপজেলা মোড়ে সরকারি জমি দখল করে নির্মিত ৪টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ভেঙে ফেলা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাকশিয়ালী গ্রামের মনোয়ার আলী গাজীর ছেলে শহিদুল ইসলাম সরকারি জায়গা দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছিলেন। অপরদিকে উপজেলা এলাকায় অনিল কুমার মন্ডল, অরেশ আলী, শাহ আলম বাপ্পি ও জ্যোতিষ কুমার দাশ সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে স্থানীয় জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হচ্ছিল।অভিযান পরিচালনা কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন “সরকারি জমি দখল করে কেউ যেনো অবৈধভাবে দোকান বা ঘর নির্মাণ করতে না পারে সে বিষয়ে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে। সরকারি সম্পদের সুরক্ষা ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সহযোগিতা করেন।