হাফিজুর রহমান, কালিগঞ্জ: জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে সন্ত্রাসি বাহিনী নিয়ে রাতের আধারে বাড়ীতে হামলা চালিয়ে লুট-পাট, বেধড়ক পিটিয়ে নারী-পুরুষ সহ ৩ জনকে গুরুতর জখম করেছে। মঙ্গলবার রাত ৮টার সময় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের কামদেবপুর গ্রামের নজরুল ইসলাম ওরফে নজু গাজীর বাড়ীতে এঘটনা ঘটে।
উক্ত ঘটনায় রক্তাক্ত জখম অবস্থায় মৃত সদর আলী গাজীর পুত্র নজরুল ইসলাম ওরফে নজু গাজী (৪৫), স্ত্রী শাহিনা বেগম (৩৮) এবং পুত্র হেলাল মাসুদকে (২২) স্থানীয়রা উদ্ধার করে ঐ রাতেই কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয়। উক্ত ঘটনায় গৃহকর্তা নজরুল ইসলামের শশুর কামদেবপুর গ্রামের মৃত শেখ মোবারেক আলীর পুত্র আব্দুল খালেক বাদী হয়ে একই গ্রামের মৃত আহাদ আলীর পুত্র সামছুর রহমান (৬০), তার পুত্র আকরাম আলী (৩২), হাসান (২৬), ভাড়াশিমলা গ্রামের জামাল হোসেনের পুত্র হাফিজুর রহমান (৩০), ইয়াকুব আলী পুত্র জাহিদুল ইসলাম (২৮), সামাদ বিশ^াসের পুত্র চঞ্চল (২২), ইবাদুলের পুত্র রিফাত (২০) এবং দাদপুর গ্রামের আঃ মজিদের পুত্র বাবলু হোসেন (৩২) সহ বহিরাগত ৮/১০ জন সন্ত্রাসির নামে গত বুধবার থানায় একটি মামলা দায়ের করেছে।
থানা সূত্রে এবং হাসপাতালে নজরুল তার স্ত্রী শাহিনা পারভীন সহ কামদেবপুর গ্রামের হারুন আলী, আব্দুল্লাহ সহ একাধিক ব্যাক্তি জানান কামদেবপুর গ্রামের নজরুল গং এর সঙ্গে একই গ্রামের সামছুর, আকরাম, হাসান গং এর সঙ্গে জমি-জমা সংক্রান্ত র্দীঘদিন বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধকে কেন্দ্র করে গত মঙ্গলবার বাড়ীর ছাদ ঢালাই শেষে পূর্ব পরিকল্পিত ভাবে রাত্র আনুমানিক ৮টার সময় অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আকরাম আলী এবং হাসানের নেতৃত্বে হাতে দা,শাবল, রড, বাশের লাঠি নিয়ে হাফিজুর, জাহিদুল,বাবল, চঞ্চল, রিফাত সহ ভাড়াটিয়া ৮/১০জন সন্ত্রাসি নিয়ে অর্তকিত বাড়ীতে প্রবেশ করে বাড়ীর নারী-পুরুষদের গাছে বেঁধে বেধড়ক পিটিয়ে দেড় লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে সাংবাদিকদের জানান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঐ রাতেই থানার উপ-পরিদর্শক আসমত হোসেন দ্রুত ফোর্স নিয়ে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসিরা পালিয়ে যায়।