হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: প্রকাশ্য দিবালোকে নুরু ডাকাত ও ফিরোজ বাহিনী সন্ত্রাসিরা রফিকুল ইসলাম গাজী নামক এক ঘের ব্যবসায়ীর জোরপূর্বক ঘের দখল করে বাসায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বন্দকাটি গ্রামের গলঘেষিয়া নদীর চরে রফিকুল ইসলাম গাজীর মৎস্য ঘেরে বিকাল ৪টার সময় এ ঘটনা ঘটে। এসময় ঘেরের বিপুল পরিমাণ মাছ লুট করে নিয়ে যায় ভুক্তভোগীরা জানান। বন্দকাটি গ্রামের মৃত জামাল উদ্দীনের পুত্র ঘের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান একই গ্রামের মৃত আকবরের ছেলে ফিরোজ (৪০), একই গ্রামের মৃত আরশাদ মোড়লের পুত্র হত্যা, ডাকাতি, অস্ত্র সহ একাধিক মামলার আসামী নুরুল ইসলাম ওরফে নুরু ডাকাত তাদেরকে ঘের থেকে উচ্ছেদ করার হুমকি দিয়ে আসছিল। সোমবার বিকাল আনুমানিক ৪টার সময় পূর্ব পরিকল্পিত ভাবে নুরু ডাকাত এবং ফিরোজের নেতৃত্বে ৭/৮জনের একটি সন্ত্রাসি গ্রুপ অবৈধ অস্ত্র-সন্ত্রে সজ্জিত হয়ে মৎস্য ঘের দখল করে তার পাহারা ঘরে আগুন দিয়ে জ্বালায়ে দেওয়া ছাড়া ঘেরের হাজার হাজার টাকার মাছ লুট করে নিয়ে যায়। উক্ত ভুক্তভোগী রফিকুল ইসলাম পুলিশ সুপার সহ থানার আফিসার ইনচার্জের আশু হস্তক্ষেপ করেছে। রিপোট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা থানায় অবস্থান করলে অভিযোগের প্রস্তুতি চলছিল।