কালিগঞ্জ ব্যুরো: স্কুলে যাওয়ার পথে প্রকাশ্যে রাস্তার উপর চতুর্থ শ্রেণীর ১ স্কুল ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শাহ আলম( ৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বাগ-বসন্ত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার উপর গত মঙ্গলবার (১৫ মার্চ) বেলা ১১ টার সময় এ ঘটনা ঘটে।
আটককৃত শাহ আলম উপজেলার গণপতি গ্রামের মৃত অজিহার রহমানের পুত্র। থানার মামলা স‚ত্র এবং ভুক্তভোগী স্কুল ছাত্রীর দাদা শীতলপুর গ্রামের আব্দুল মালেক, ইউপি সদস্য মোদাচ্ছের হোসেন এবং তার বাবা জিয়ারুল ইসলাম সাংবাদিকদের কে জানান, স্কুলছাত্রী সন্ধ্যা (ছদ্মনাম) বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এ যাওয়ার পথে শাহ আলম তার পথ আটকে যৌন হয়রানির চেষ্টা চালায়। ওই সময় পথচারী এক ভ্যান চালক কেনা এবং স্কুলের প্রধান শিক্ষক অনুপ চিৎকার শুনে দ্রæত এসে তাকে উদ্ধার করে অভিভাবকদের নিকট খবর পাঠায়।
উক্ত ঘটনায় ভুক্তভোগী স্কুল ছাত্রীর দাদা বুধবার সকালে থানায় একটি মামলা দায়ের করলে উক্ত মামলায় বেলা ১১ টার সময় লম্পট শাহ আলম কে তার বাড়ি থেকে গ্রেফতার করে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক মিলন। ঘটনার সত্যতা স্বীকার করে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান অভিযোগ পাওয়ার সাথে সাথে মামলা নিয়ে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।