মোঃ মহিব বুল্লাহ, কালিগঞ্জ থেকে: বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার কালিগঞ্জ শাখার কর্মী সমাবেশ অনুষ্টিত হয়। শুক্রবার বিকাল ৩.০০ টায় আলোচনা শুরু হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ তবিবুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মোঃ আজিবুর রহমান, জেলা গণঅধিকার পরিসদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াছিন আরাফাত, যুব অধিকার পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম ( আঙ্গুর )। সাধারণ সম্পাদক মোঃ তানভীর আহমেদ রাসেল সাংগঠনিক সম্পাদক মোঃ নুর কবির সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলাদেশের এমন একজন ব্যক্তি যুব আধিকার পরিষদ সংগঠন টি করেছেন, যে ব্যক্তি ২১ বার হামলার শিকার হয়েছেন। যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এতো নির্যাতন, নিপিড়ন, জুলুম হয়েও পিছু হটেননি তিনি। হলেন আমাদের দেশের সম্পদ সাবেক ভিপি মোঃ নুরুল হক নুর।