
হাফিজুর রহমান, কালিগঞ্জ:- মুক্তিযোদ্ধার শেষ চিহ্ন বসত বাড়ীর ঘর ভেঙ্গে চলাচলের পথ বানানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১০টার সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাঁদখালী গ্রামের মুক্তিযোদ্ধা সাবেক দফাদার সুশিল রায়ের বাড়ীতে। মুক্তিযোদ্ধা সুশিল রায়ের ভাই পরিতোষ রায়ের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পরিতোষের সন্ত্রাসি বাহিনী দিয়ে বাড়ীতে কেউ না থাকার সুযোগে স্থানীয় চেয়ারম্যানের নির্দেশ অমান্য করে এ ঘটনা ঘটানেরা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার বেলা আনুমানিক ২টার সময় সরেজমিনে চাঁদখালী গ্রামে গেলে মুক্তিযোদ্ধা সুশিল কুমার রায় ও তার পুত্র স্কুল শিক্ষক অজয় রায় সহ একাধিক ব্যাক্তি জানান, তাদের পৈত্রিক ভিটায় দেড় শতক জমিতে ঘর নিমাণ করে পরিবার পরিজন নিয়ে বাবার আমল থেকে বসবাস করে আসছে। জায়গা সংকুলান না হওয়ায় পার্শ্ববতী আশাশুনি থানার নাটানা গ্রামে ৫ শতক জমি কিনে ৩ বছর আগে বসবাস শুরু করেন। বাবার পৈত্রিক ভিটায় কেউ না থাকার সুযোগে বুধবার বেলা আনুমানিক ১০টার সময় ঘর ভেঙ্গে রাস্তা নির্মাণ করেছে তার ভাইয়েরা ।
বিষয়টি নিয়ে ভক্তুভোগী মুক্তিযোদ্ধার ভাই পরিতোষ রায় জানান, বাবার অল্প জমিতে ২ ভাই ও শরীকরা মিলে বসবাস করে আসছিল। পাশর্^বর্তী প্রতিবেশী পথ বন্ধ করে দেয়ায় স্থানীয় মেম্বর আবু বক্করের নির্দেশে তারা রাস্তা নির্মাণ করেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা সুশিল কুমার রায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ বরাবর প্রতিকার চেয়ে বৃহস্পতিবার এক অভিযোগ দায়ের করেছে। ঘটনার সত্যতা জানার জন্য ঐ সময় মেম্বর আবু বক্কর উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান এখানে বসবাসকারীদের বাহির হওয়ার পথ না থাকায় মুক্তিযোদ্ধার ঘরের পাশ দিয়ে বেরোনোর রাস্তা তৈরি করেছে তার ভাইরা।