আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে ৩০ অক্টোবর সোমবার সকাল দশটায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি উপজেলা শহর মিউনিসিপাল মাস্টার প্ল্যান প্রণয়ন ও মৌলিক অব কাঠামো উন্নয়ন প্রকল্প প্রথম সংশোধিত উপজেলা মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন ইউটিএম আইভিপিও প্রকল্প পরিচালক মো. সায়ফুদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ভাইচ চেয়ারম্যান নাজমুল ইসলাম, চলতি দায়িত্বভার প্রাপ্ত উপজেলা প্রকৌশলী মোহাম্মদ মানিক হোসেনের সঞ্চালনায় কর্মশালায় তথ্য প্রযুক্তির মাধ্যমে মূল বিষয় উপস্থাপন করেন ইউ টি এম আইডিপি প্লানিং কনসালটেন্ট মো. স্বরূপ হোসাইন ও টিম লিডার কাজী কামরুল হাসান। গ্রাম হবে শহর এই প্রতিপাদকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের আওতায় ১২ টি উপজেলার মধ্যে কালীগঞ্জ উপজেলায় এই প্রকল্পের আওতাভুক্ত হয়েছে। আগামী বাইশ মাস কালিগঞ্জ উপজেলায় ৭২ জন ইঞ্জিনিয়ার প্ল্যানিং এর কাজ করবেন এই উপজেলার কৃষি, মৎস স্বাস্থ্য শিক্ষা পর্যটন শিল্পসহ বিভিন্ন বিষয়ে প্ল্যানিংয়ের কাজ করবেন। কালিগঞ্জ উপজেলার সম্ভাবনাময় বিষয়গুলি বাস্তবায়নের রূপদান করতে পারলে কালিগঞ্জ উপজেলা হবে একটি সমৃদ্ধ উপজেলা।