
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত ও চোরাচালানরোধে বিভিন্ন বিষয় তুলে ধরেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, থানার অফিসার ইনচার্জ মো. মামুন রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজী টোকন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ প্রমুখ । এ সময় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও শান্তি শৃংখলভাবে উদযাপন ও মাদক চোরা চালান, অবৈধ বালু ব্যবসায়ীদের অপতৎপরতা, চিংড়ি মাছের অপদ্রুব্য পুশ,বাজারে নিত্য প্রয়োজনীয় মালামালের দ্রব্যমূল্য স্থিতিশীল বজায় রাখতে সভায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। মাসিক সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দীন মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ।