কালিগঞ্জ:
মাদক ও মানব পাচারের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে হলে পরিবার থেকে শুরু করে সমাজ ও দেশব্যাপী সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল।
তিনি বলেন, মাদক কারবারি ও সেবীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। মানব পাচারকারীদের সামাজিকভাবে বয়কট করতে হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাদক ও মানব পাচার প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। এ সংক্রান্ত যেকোনো তথ্য সরাসরি আমাকে জানাতে পারেন।
গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও কুশুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের সচিব কামরুজ্জামানের সঞ্চালনায় এবং চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুর গফফার, খায়রুল ইসলাম, ওয়াহিদুর রহমান বাবু, সিরাজুল ইসলাম, আকলিমা খাতুন ও তাহমিনা বেগম।
এছাড়া আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, সাংবাদিক হাফিজুর রহমান, শফিউল্লাহ কাজী শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব পারভেজ আবুবক্কার, বিজয় সরকার ও সাইফুল ইসলাম।
বক্তারা উপজেলায় মাদক ও মানব পাচার প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।