প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ১০:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ
কালিগঞ্জে মাঠ দিবস অনুষ্ঠিত
আব্দুর রহিম, কালিগঞ্জ: কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মোহাম্মদ আলী আকবর বলেছেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষকরা এ দেশের উন্নয়নের কারিগর, তিনি বলেন, ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের পরিচালক মো. ফজলুল হক মনির প্রচেষ্টায় এ অঞ্চলে কৃষিতে সমৃদ্ধ হয়েছে ও আমার আসার সুযোগ হয়েছে। এ অঞ্চলে আমাদের এক সময়ে যে চাষাবাদ ছিল তা পরিবর্তন হয়েছে। এখন চাষাবাদে আধুনিকরণ করা হয়েছে। এক সময়ে এক বিঘা জমিতে কৃষক ৫-৬ মন ধান পেতো, এখন এক বিঘা জমিতে ২৫ থেকে ৩০ মন ধান উৎপাদন হয় এ অঞ্চলে। আপেলকুল, আম, লিচুর পাশাপাশি মালটা, ড্রাগন ফলের চাষ হচ্ছে। আমাদের খাবার চাহিদা পূরণ হচ্ছে। তিনি বলেন, কৃষকরা যা চিন্তা ভাবনা করেন কৃষি বান্ধব সরকারও তাই চিন্তা করেন। ধানের পরে সরিষাও চাষ হচ্ছে কৃষকরা এখন অনেক সুযোগ-সুবিধা পাচ্ছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ ডিসেম্বর (শুক্রবার) বিকাল সাড়ে তিনটায় ভাড়াশিমলা ইউনিয়নের সাদপুর বিলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন ধানের সাথে সরিষা রিলে চাষের মাঠ দিবস অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে কৃষক মঠ দিবস অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি প্রকল্পের পরিচালক মো. ফয়জুল হক মনি, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল এর সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ওয়াসিম উদ্দিন। তিনি বলেন, কালিগঞ্জ উপজেলায় ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত সরিষা বপন ৯৮৫ হেক্টর, যেখানে রোপা আমন ধানের সাথে সরিষা রিলে চাষ হয়েছে ৩৫৫ হেক্টর জমি, ২০২২-২৩ অর্থবছরে সরিষা চাষ হয় ৪৫৪ হেক্টর এবং রিলে সরিষা ছিল ১০৫ হেক্টর ২০২৩-২৪ অর্থবছরে ৩০, ১১, ২০২৩ পর্যন্ত সরিষার আবাদ বৃদ্ধি ১১৮% এবং রিলে ফসলের আবাদ বৃদ্ধি ২৩৮ শতাংশ। অনুষ্ঠানের অন্যান্য মধ্যে ছিলেন কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহমাদুল্লাহ বাচ্চু, উপসহকারী কৃষি কর্মকর্তা শেখ শফিউল্লাহ, কৃষক জাকির হোসেন ও আব্দুল গফুর প্রমূখ। অনুষ্ঠানে কৃষক- কৃষাণী, সরকারি কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.