হাফিজুর রহমান, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি : কালিগঞ্জে একটি কূচক্রী মহল মন্দিরের রেকর্ডীয় জমি জবর দখল করে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ১লা ডিসেম্বর কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়নপুর ঘোষ পাড়া সার্বজনিন পূজা মন্দির প্রাঙ্গণে। উক্ত ঘটনায় পূর্ব নারায়নপুর ঘোষপাড়া সার্বজনিন পজা মন্দিরের পক্ষে পূর্ব নারায়নপুর গ্রামের অসীম ঘোষের পুত্র দেবাশিস ঘোষ বাদী হয়ে গত ১ ডিসেম্বর সাতক্ষীরা বিজ্ঞ আদালতে দেওয়ানী ১৯০/২০১৯ নং মামলা দায়ের করেছে। আদালতের মামলা এবং বিজ্ঞ আইনজীবি মতামতের সূত্রে জানা যায়, নারায়নপুর মৌজার এস,এ ৫৭০ নং খতিয়ানের ৪০৪০ দাগ হতে ৬শতক জমি পূজা অর্চনা করার জন্য রতন মনি ঘোষ নামক এক মহিলার গত ২৫/০১/১৯৯২ তারিখে ৪৬২ নং দান পত্র মূলে দান করেন। কিন্তু উক্ত দানকৃত মন্দিরের জমি পূর্বনারায়নপুর গ্রামের মৃত সতিন্দ্রনাথ ঘোষের পুত্র সুজিত ঘোষ এবং রবিন্দ্রনাথ ঘোষের পুত্র জগন্নাথ ঘোষ সু কৌশলে মন্দিরের কমিটি থেকে উক্ত ৬শতক জমি নিজেরা দখল করে বাড়ি নির্মান করে বসবাস করে আসছে। বর্তমান মন্দিরের জায়গা উদ্ধার না করে একই গ্রামের পুলক হাওলাদারের ইন্ধনে কৃতিবাস ঘোষ, মনোরঞ্জন ঘোষ, মন্দিরের নাম ভাঙ্গিয়ে প্রতিবেশি বরুন ঘোষের রেকর্ডীয় ৪২ শতক জমি দখল করার পাইতারায় লিপ্ত আছে। বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে মন্দিরের জায়গায় বরুন ঘোষ যাচ্ছে এমন গুজব ছড়িয়ে নিজেদের দখলে থাকা মন্দিরের জায়গা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে এর আগেও বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় মামলা করলে সহকারী কমিশনার (ভূমি) তদন্ত করে বরুন ঘোষের জমি বলে সত্য প্রতিবেদন দাখিল করে। এর পরেও উক্ত জমি দখল করতে যেয়ে দুই পক্ষের মারামারিতে থানায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা চেয়ারম্যান, থানার অফিসার ইনচার্জ ছাড়াও জেলা পূজা উদ্্যাপন পরিষদ এবং জেলা হিন্দু বৈদ্য খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ একাধিকবার বসে মিমাংশার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে বলে ভুক্তভোগীরা জানান। বর্তমানে বিষয়টি নিয়ে তিনি গ্রামবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বিজ্ঞ আদালত মন্দিরের জায়গা নির্ধারণ করে রায় দিলে তবে তার সুষ্ঠু নিরসন হবে বলে এলাকাবাসী জানান।