
কালিগঞ্জ ব্যুরো:
রাতের আঁধারে দোকানের টিন কেটে ভিতরে ঢুকে নগদ ১০ হাজার টাকাসহ অর্ধ লক্ষ টাকার মালামাল নিয়ে চম্পট দেয় চোর চক্রের সদস্যরা। পরদিন দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে জনগণের সহায়তায় চোর নুরুল আমিন কে( ১৯) তার বাড়ী হতে আটক করে পুলিশে সোপর্দ করে।
ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৭জানুয়ারি) গভীর রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর বাজারে ব্যবসায়ী শ্যামল রায়ের মদিনা টেলিকমে। পুলিশের হাতে আটক নুর আমিন উপজেলার কুশুলিয়া গ্রামের শেখ আজিজুল ইসলামের পুত্র ও ইউপি সদস্য সিরাজুল ইসলামের ভাতিজা। ওই সময় নুর আমিনের বাড়ী হতে ২টি মোবাইল, ৩টি মেমোরি বক্স, ৪টি চার্জার, মাল্টিপ্লাগ, সাউন্ড বক্স সহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ।
উক্ত ঘটনায় বিষ্ণুপুর গ্রামের নন্দদুলাল রায়ের পুত্র মদিনা টেলিকম এর মালিক ব্যবসায়ী শ্যামল রায় বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি মামলা দায়ের করেছে। থানায় মামলা এবং ভুক্তভোগী ব্যবসায়ী শ্যামল রায় সাংবাদিকদের জানান, বিষ্ণুপুর বাজারে তার নিজস্ব মদিনা টেলিকম এর দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় রবিবার রাত আনুমানিক ১০ টার সময় বাড়ি চলে যায়।
এই সুযোগে গভীর রাতে চোর চক্রের সদস্যরা দোকানের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে দোকানে রক্ষিত নগদ ১০হাজার টাকা সহ বিপুল পরিমাণ মালামাল চুরি করে নিয়ে যায়। পরদিন সোমবার সকালে দোকানে এসে চুরির ঘটনা দেখতে পেয়ে দোকানে রক্ষিত সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করে ওই সময় বিষয়টি থানায় অবহিত করে স্থানীয় সাবেক চেয়ারম্যান আকবর মোড়ল সহ ৫/৭জন মিলে চর ন‚র আমীনের বাড়ি ঘেরাও করে থানায় খবর দেই।
খবর পেয়ে থানার উপ-পরিদর্শক নকীব পানু আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে তার বাড়ী হতে চোর নুর আমিন কে মালামালসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে। নুর আমিন এর আগেও একাধিক চুরির ঘটনায় জেল হাজত বাস করেছে।