
কালিগঞ্জ ব্যুরো: মাদক সেবন করা অবস্থায় ৩ মাদক সেবীকে পুলিশ গাঁজা সহ হাতে নাতে আটক করলে ভ্রাম্যমান আদালত কর্তৃক তাদের প্রত্যেক কে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের চাতরা ব্রীজের উপর। গ্রেপ্তারকৃত মাদক সেবীরা হলো জয়পত্র কাটী গ্রামের আমজাদ কারিকরের পুত্র আক্তার হোসেন (২৪) এবং একই গ্রামের আব্দুর রউফ এর পুত্র হাবিবুল্লাহ (২০), থানার উপ পরিদর্শক ওহিদুর রহমান, সহকারী উপ পরিদর্শক ইব্রাহীম হোসেন জানান মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে আটক করা হয়। আটকৃতদের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার ভুমি রোকনুজ্জামানের আদালতে নিয়ে গেলে তাদের প্রত্যেক কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।