
হাফিজুর রহমান কালিগঞ্জ থেকে: আদালতের আদেশ অমান্য করে প্রতিপক্ষের রেকর্ডের জমি জবরদখল. ভাঙচুর ও লুটপাটের ঘটনার মামলায় পানি উন্নয়ন বোর্ডের এস, ও সাবেক সংসদ সদস্য চোরাকারবারি সহ ১১ জনের নামে বিজ্ঞ আদালতের সমন জারি হয়েছে।
সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালত এর ২ এ গত ২৪ এপ্রিল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণ পুর গ্রামের আইনজীবী রফিকুল ইলাহী বিশ্বাস বাদী হয়ে মামলা দায়েরের পর সমন জারি করা হয়। যাদের প্রতি সমন জারি হয়েছে তারা হলেন জাতীয় পার্টির (নাফি) গ্রুপের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন মোড়ল, তার পুত্র রিঙ্কু এবং মমরেজপুর গ্রামের মৃত নুর আহমদ বিশ্বাসের পুত্র নুসরাত এবং রবিউল ইসলাম বিশ্বাস, পশ্চিম নারায়ন পুর গ্রামের মৃত গহর আলীর পুত্র চোরাকারবারি জয়নাল আবেদীন, আলী গাজীর পুত্র আলাউদ্দিন গাজী, তার স্ত্রী মনোয়ারা বেগম, নাজিমুদ্দিন বিশ্বাসের পুত্র আবুল হোসেন, হোসেনপুর গ্রামের রজব আলী মোলার পুত্র সার্ভেয়ার আব্দুর রহমান, গহর আলী মোলার পুত্র রজব আলী মোলা এবং কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী এস, ও একাধিক মামলার আসামি তনময় হালদার।
মামলা সূত্র থেকে জানা যায় পূর্ব নারায়ণ পুর গ্রামের মৃত আলহাজ্ব মহব্বত আলী বিশ্বাসের পুত্র আইনজীবী রফিকুল এলাহী বিশ্বাসের সঙ্গে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহাদাত হোসেন গং এর সঙ্গে নারায়ণ পুর মৌজার আর, এস৭৫১ ও ৯৫১নং খতিয়ানে আর, এস ১৬৪২,১৬৪৪ও ১৬৪৫ দাগে ৩০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। উক্ত জমিকে কেন্দ্র করে বিজ্ঞ দেওয়ানী আদালতে ৯৩/২২মামলা এবং জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৫৪ধারা এ পিটিশন ৪৫২/ ২২ও ১০৭ধারায় পিটিশন ১৯০/ ২২মামলা এ কারণ দর্শানোর নোটিশ অমান্য করে এ লুটপাটের ঘটনার মামলায় সমন জারি হয়। তবে এ বিষয়ে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাদাত হোসেন এবং পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তনময় হালদার সাংবাদিকদের জানান পানি উন্নয়ন বোর্ডের জমির মাপ জরিপ করতে গেলে রফিকুল এলাহী গং এর সদস্যরা তাদের উপর হামলা করে। এ ঘটনায় তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। বিরোধীয় জমি পানি উন্নয়ন বোর্ডের বলে তিনি দাবি করেন।