হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপজেলা পর্যায়ে অবহতিকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন মিলনায়তনে শনিবার সকাল ১০ টার সময় এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান, জেলা স্বাস্থ্য সুপারেন্টড শেখ মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিষ্ট মশিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক প্রশান্ত সরকার, সাংবাদিক হাফিজুর রহমান, আহম্মদ উল্লাহ বাচ্চু, উপজেলা ইমান সমিতির সভাপতি মাওলানা আব্দুল গফুর প্রমুখ। এছাড়াও উপজেলার ১২টি ইউনিয়নের স্বাস্থ্য সহকারিরা উপস্থিত ছিলেন। আগামী ১১ জানুয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ২৮৯টি কেন্দ্রে ৬ হইতে ১১ মাস বয়সি শিশুদের ১টি করে নীল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ থেকে ৫৯ মাস অথ্যাৎ ৫ বছর বয়সি শিশুদের ১টি করে লাল রঙ্গের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষে সেচ্ছাসেবী ও এন,জিও কর্মী সহায়তায় স্বাস্থ্য কর্মীগণ বাড়ী বাড়ী পরিদর্শনের মাধ্যমে নিবন্ধন করে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের লক্ষ পূরণ করতে হবে। কোন অবস্থাতেই ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন থেকে কোন শিশু বাদ না পড়ে সে লক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৈয়েবুর রহমান স্বাস্থ্য মাঠ কর্মীদের প্রতি আহবান জানান।