
হাফিজুর রহমান, কালিগঞ্জ ব্যুরো: ভারত হতে নদী পার করে চোরাই পথে বাংলাদেশের বাঁশঝাড়িয়া বিওপি সদস্যদের চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হয়ে প্রাইভেটকার ভর্তি ভারতীয় গলদার ১৬ পলি রেনু পোনা ও একটি মটরসাইকেল সহ ৩ চোরাকারবারীকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা হতে উপ-পরিদর্শক শিহাবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ব্যবহৃত প্রাইভেটকার যাহার নং-ঢাকা-মেট্রো-গ-১১-৩৫৬৩, মটরসাইকেল সাতক্ষীরা ল-১২-১৫৬০ সহ ৩ চোরাকারবারীকে আটক করে। শুক্রবার ভোর ৪টার সময় কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গান্ধুলিয়া মোড় হইতে তাদের কে আটক করা হয়।
পুলিশের হাতে আটককৃত চোরাকারবারীরা হলো সাতক্ষীরার দেবহাটা থানার উত্তর পারুলিয়া গ্রামের মৃত আতিয়ার সরদারের পুত্র রবিউল ইসলাম (৫৫), দক্ষিণ পারুলিয়া গ্রামের জামাল মোড়লের পুত্র মিল্টন মোড়ল(৩২) এবং নাংলা গ্রামের জামান উদ্দীন তালুকদারের পুত্র রবিউল ইসলাম(৩৬)। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম বেলা আনুমানিক সাড়ে ১১টার সময় থানায় এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে চোরাকারবারীদের ১লক্ষ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয় এবং উপযুক্ত কাগজ পত্র থাকায় জব্দকৃত গাড়ী দুটি ছেড়ে দেওয়া হয়। থানা সূত্রে জানা যায়, কালিগঞ্জের বাঁশঝাড়িয়া সীমান্ত এলাকায় বিজিবির চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবৎ চোরাকারবারীরা ভারত হতে ফেন্সিডিল, গাঁজা, মাছের পোনা, মদ সহ বিভিন্ন সামগ্রী বাংলাদেশে এনে প্রাইভেটকার সহ বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় পাচার করে আসছে। শুক্রবার রাতে ভারত থেকে গলদা চিংড়ীর রেনু পোনা নিয়ে চোরাকারবারীরা প্রাইভেটকার যোগে পাচার করার সময় গান্ধুলিয়া নামক স্থানে ওৎপেতে থাকা স্থানীয় যুবক রবিউল ইসলাম, হাসান, আনসার সহ একাধিক ব্যক্তি আটক করে। ঐসময় চোরাকারবারীরা মাছের পোনা গুলি কালিগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলামের নাম ভাঙ্গিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা আটক করে থানায় খবর দিলে উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম তার ব্যবহৃত ০১৮৩৫-০১৭৪২৯ নাম্বার হতে ভোর ৪টা ৫ মিনিটে স্থানীয় রবিউল ইসলামের ব্যবহৃত ০১৯৪৯২৪০৩৪৭ নাম্বারে মাছ ছেড়ে দিতে হুমকি দেয় এবং পরে দেখা করার কথা বলে। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে চোরাকারবারীদের আটক করে থানায় খবর দেয়। থানা পুলিশ যেয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা জানার জন্য থানা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যানের ব্যবহৃত ০১৮৩৫-০১৭৪২৯ নাম্বারে যোগাযোগ করলে তিনি ঘটনার সম্পর্কে এপ্রতিনিধি কে জানান দেবহাটা থানা আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং যুবলীগ নেতৃবৃন্দ মাছ আটকের বিষয়ে উক্ত নাম্বারে কথা বলে সুপারিশ করার জন্য অনুরোধ করে এ কারণে আমি রবিউলের নিকট ফোন করি।