আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের গনপতি দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার উদ্যোগে বৃক্ষ রোপন অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার
(২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মাদ্রাসার ক্যাম্পাসে ম্যানেজিং কমিটির সভাপতি মেজর ডা. শাবনম রহমান এর সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাও. আশিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবীর কাজল। বিশেষ অতিথি ছিলেন ডা. মুজিব রূবি হাইস্কুলের প্রধান শিক্ষক জি এম কামরুজ্জামান, উপজেলা ঈমাম সমিতির সভাপতি ও মাদ্রাসার সুপার হাফেজ মাও. আব্দুল গফুর। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আল আমিন, শিক্ষক জহির উদ্দীন প্রমুখ। এসময়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।