হাফিজুর রহমান/হাবিবুল্লাহ বাহারঃ- বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার পাড় আর নেই। তিনি বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১টার সময় খুলনা টুথপাড়ায় তার নিজস্ব বাসভবনে দীর্ঘদিন অসুস্থ থাকায় হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি........... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী,এক পুত্র,তিন কন্যা সন্তানসহ বহু গুনগ্রাহি রেখে গেছেন। তার লাশ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের নিজ বাড়ি পাইকাড়া গ্রামে বৃহস্পতিবার বাদ আসর তার নিজস্ব পারিবারিক কবরস্থানে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়। ওই সময় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানের নেতৃত্বে একটি সুসজ্জিত পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম পাড় ও মুক্তিযোদ্ধাগণ এলাকার শত শত মুসল্লিগণ উপস্থিত ছিলেন।