প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৫, ১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২২, ২০২১, ৭:১৮ অপরাহ্ণ
কালিগঞ্জে বিলের সংযোগ খালগুলিতে মাছ ধরার ধুম!
হাবিবুল্লাহ বাহারঃ- কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বিলের সংযোগ খালে বিভিন্ন প্রকার মাছ ধরার যন্ত্র এবং জালের সাহায্যে মাছ ধরতে জমছে মানুষ। যেন মেলা বসেছে মাছের মেলা। ধরছে মাছ আর বিক্রি হচ্ছে সেখানেই। পাইকারেরা হাজির মাছ ধরার স্থানে। গত কয়েকদিনের বৃষ্টিতে মাছের ঘের ভেসে বেরিয়ে এসেছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন সাইজের মাছ। বিলের সংযোগ খালের মাধমে এক বিল থেকে অন্য বিলে মাছ ঘুরছে। আর ধরা পড়ছে বিভিন্ন মাছ ধরার যন্ত্রে। সরেজমিনে বিভিন্ন বিলের সংযোগ খালের মুখে খোজ নিয়ে জানা যায়, উপজেলার ভাড়াশিমলা ও নলতা ইউনিয়নের নারায়ণপুর সুইচগেট, বিলগুল্লি বিলের সংযোগ খালে প্রতিদিন প্রায় ৫০-৬০ মন মাছ ধরা পড়ছে। প্রতি কেজি ১শত থেকে ১শত ৫০ টাকায় মিলছে মাছ। খেপল জালে মাছ ধরছে। ভাড়াশিমলার জাহাঙ্গীর, তিনি জানালেন, এ ৩ দিনে প্রায় ১৫ মন মাছ ধরেছি, সবই বিক্রি করে দিয়েছি। প্রায় ৪০ হাজার টাকার মাছ বিক্রি করা হয়েছে। আর চারা মাছ যা ধরেছি সব নিজের পুকুরে ছেড়েছি। নলতা ইউনিয়নের ঘোনা গ্রামের বাসিন্দা সোহেল সহ স্থানীয়রা বলেন, খালে ভেটকি, ভাঙ্গান, রুই, টেবলেড, মীরগেল মাছ সহ নানা প্রজাতির মাছ জালে ধরা পড়ছে। শখের বসে জাল দিয়ে মাছ ধরতে যাই, দুই তিন ঘন্টা জাল ফেললে পাওয়া যাচ্ছে ৩৫-৪০ কেজি মাছ। ফ্রিজ ভরে গেছে তাই আর যাবো না প্রায় মাস খানেক সময়ের আমিষের চাহিদা পূরণ। কালিগঞ্জের অধিকাংশ এলাকার ঘের ভেসে মাছ বেরিয়ে গেছে। মাছের ছড়াছড়ি, খুব সস্তায় মিলছে বড় ছোটো বিভিন্ন সাইজের মাছ। বসে গেছে অস্থায়ী মাছের বাজার, বিভিন্ন শহর থেকে ব্যাপারী আসছে আর মাছ কিনে নিয়ে যাচ্ছে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.