
কালিগঞ্জ ব্যুরো: ধানক্ষেতে বৈদ্যুতিক মোটরে সেচ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কামরুজ্জামান ওরফে খোকন (৪০) নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। নিহত কৃষক কামরুজ্জামান কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর গ্রামের মৃত রমজান গাজীর পুত্র। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা আনুমানিক ১০টার সময় কালিগঞ্জ উপজেলার দক্ষিণশ্রীপুর গ্রামেূ। ইউপি সদস্য মিলন হোসেন জানান প্রতিদিনের ন্যায় কৃষক কামরুজ্জামান বাড়ির পাশে ব্লকের জমিতে ধানের চারায় পানি দেওয়ার জন্য যায়। ঐ সময় পানি সেচের মটরে বিদ্যুৎয়াতি থাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢোলে পড়ে। তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে থানা ঘটনাস্থল পরিদর্শন করে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।