
নিজস্ব প্রতিবেদক: আশরাফুল ইসলাম নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে করুণ মৃত্যু হয়েছে। মৃত আশরাফুল ইসলাম( ১৫)সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া আশ্রায়ন প্রকল্পের বাসিন্দা ইশার আলীর পুত্র। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টার সময় তার নিজ ঘরে বৈদ্যুতিক হোল্ডার এ হাত দিলে বিদ্যুৎস্পৃষ্টে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ রাত ৭টার সময় ঘটনাস্থল পরিদর্শন করে। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। উপ পরিদর্শক গোবিন্দ আকর্ষণ সাংবাদিকদের জানান, ঘেরে মাছ ধরে বাড়ি এসে বিকাল আনুমানিক সাড়ে ৩টার সময় ঘরের ভিতরে লাগানো বিদ্যুতের হোল্ডার হাত দিলে ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়।