
হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ– কালিগঞ্জের তারালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের করুন মৃত্যু হয়েছে। সোমবার(২১শে জুন) বিকাল ৩ টার দিকে কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, তারালী ইউনিয়নের বরেয়া গ্রামের মৃত শামসুর রহমানের স্ত্রী মরিয়ম খাতুন (৬৮), তার ছোট পুত্র রোকনুজ্জামান রোকন (৩৮)।
স্থানীয়রা জানান, সোমবার বিকাল ৩টার দিকে মরিয়ম খাতুন ভেজা কাপড় শুকাতে দিতে গেলে পাশে বিদ্যুতের সার্ভিস তারে মরিয়ম খাতুন বিদ্যুতায়িত হলে ছোট ছেলে রোকন ও সেলিম হোসেন বাঁচাতে গেলে ঘটনাস্থলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মা মরিয়ম বেগম ও ছেলে যখন মারা যান। বড় ছেলে সেলিম গুরুতর আহত হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষণ জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।