কালিগঞ্জ প্রতিনিধি:
করোনা ভাইরাসের লকডাউন উপেক্ষা করে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে রফিকুল ইসলাম (২৩) নামে এক ভাটা শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার সময় কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঘোজাডাঙ্গা গ্রামের মদিনার দরগাহ ওয়াপদা ভেঁড়ি বাঁধের পাশে অবস্থিত এস.বি বিক্সে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম উপজেলার সোনাতলা গ্রামের আব্দুর রহিম গাজী পুত্র।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানাযায়, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৭টার সময় এস,বি ভাটায় অবৈধ ভাবে বিদ্যুৎ এর সকেট স্থাপন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভাটা শ্রমিক রফিকুল ইসলাম গুরুতর আহত হয়। খবর পেয়ে কালিগঞ্জ মহৎপুর গ্রামে অবস্থিত ফায়ার সার্ভিস ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থলে যেয়ে দ্রুত তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শাহিনুর ইসলাম তাকে মৃত ঘোষণা করে। ঐ সময় খবর পেয়ে থানার উপ-পরিদর্শক জিয়ারত হোসেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
গোবিন্দ কাটি গ্রামের শিবপদ সরকার ও উত্তর শ্রীপুর গ্রামের ইউপি সদস্য ছবিলার রহমান এবং খাইরুল আলম বিলুর যোথ মালিকানাধীন এস,বি বিক্স নামে ইট ভাটাটি ২ বছর যাবত পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশ করোনা ভাইরাস আতঙ্কে যখন দেশ লকডাউন তখনে এ নির্দেশকে উপক্ষো করে ভাটাটিতে দিন-রাত শ্রমিকরা কাজ করে আসছিল। র্দীঘদিন যাবত ভাটায় কয়লার পরিবর্তে টায়ারের গুড়া জ্বালানী হিসাবে ব্যবহার করে এলাকার পরিবেশ দূষর্ণের মারাত্বক হুমকির মুখে। ভাটার কাজে ব্যবহারিত অবৈধ যানবহন ট্রাক, টলি, ডাম্পার চলাচলের কারণে কালিগঞ্জ হতে গোবিন্দকাটি পযন্ত সড়কটি জন সাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এ প্রসঙ্গে কালিগঞ্জ থানার এস, আই জিয়ারত হোসেন জানান, অভিযোগ না থাকায় অপমৃত্যু মামলা নিয়ে লাশ ময়না তদন্তে জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।
ভাটা মালিক ইউপি সদস্য ছবিলার রহমানের নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন, রাতে জেনারেটরের বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।