
হাফিজুর রহমান/ হাবিবুল্লাহ বাহারঃ– ভারত হতে ১ কেজি গাঁজা ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল ৫০০ পিচ ইয়াবা সহ বিজিবি র টহল দলের হাতে ঘাট মালিক, চোরাকারবারি, মাদক ব্যবসায়ী ফারা কাত টাপালিকে (৪৫) রহস্যজনক আটক নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। বুধবার ( ৬- অক্টোবর) রাত ৯টার সময় নীলডুমুরস্থ ১৭ বর্ডার গার্ড ব্যাটেলিয়ানের আওতাধীন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বাঁশঝাড়িয়া বিওপি র পাশে ওয়াপদা ভেরিবাধেঁর উপর হতে নায়েব সুবেদার সুলাইমান হোসেনের নেতৃত্বে টহল দল তাকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী ফারাকাত টাপালি বসন্তপুর গ্রামের মৃত সাদেক টাপালীর পুত্র। উক্ত ঘটনায় বাঁশঝাড়িয়া ক্যাম্পের নায়েব সুবেদার সোলায়মান হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার (০৭-অক্টোবর) কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নাম্বার – ১৩। আটককৃত ঘাট মালিক চোরাকারবারি ফারাকাতের স্ত্রী শামীমা খাতুন ও তার শাশুড়ি রাবেয়া বেগম সাংবাদিকদের জানায়, ভারতে হতে ১৫ টি গরু পারাপার নিয়ে ঘাট মালিক রাজ্জাক এবং সিরাজুল এর সঙ্গে বিরোধ চলে আসছিল। আমার স্বামী গত কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে ছিল। বুধবার সকালে বাঁশঝাড়িয়া ক্যাম্পের নায়েব সুবেদার সোলাইমান বিভিন্ন ফল নিয়ে আমার স্বামীকে দেখার জন্য আমার বাড়িতে যেয়ে ঔষধ কেনার জন্য পাঁচশত টাকা দিয়ে রাত্রে ক্যাম্পে দাওয়াত খাওয়ার জন্য যেতে বলে। রাতে আমার স্বামী যেতে দেরি হওযায় ফোন করে একটি মোটরসাইকেল নিয়ে দ্রুত ক্যাম্পে আসতে বলে। আমার স্বামী রফিকুলের মোটরসাইকেলযোগে ক্যাম্পে গেলে তাকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা দিয়ে আটক করে থানায় মামলা দেয়। তবে উক্ত ঘটনা অস্বীকার করে নায়েব সুবেদার সোলায়মান হোসেন সাংবাদিকদের জানান, ফারাকাত একজন চোরাকারবারী, মাদক ব্যবসায়ী মাদক নিয়ে ধরা পড়লে সবাই বাঁচার জন্য এমন কথা বলে। তাকে ভারত হতে ইয়াবা, ফেনসিডিল,গাঁজা নিয়ে আসার সময় তাকে হাতেনাতে আটক করা হয়।