হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: স্যালো মেশিন দিয়ে অবৈধ ভাবে নির্মিত বালু ভর্তি ডাম্পার নিয়ন্ত্রন হারিয়ে বসত বাড়ীতে ধাক্কা লেগে ব্যাপক ক্ষতি সাধন হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে বাড়ীতে বসবাস করা পরিবারের সদস্যরা। শনিবার বেলা ১টার সময় কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার হতে শীতলপুর সড়কের বিজিবি কোম্পানি হেডকোয়াটারের সামনে রাস্তার পাশে এ দূঘটনা ঘটে। ভুক্তভোগী গণপতি গ্রামের রাশেদুল ইসলাম জানান, শনিবার বেলা আনুমানিক ১টার সময় গণপতি গ্রামের আব্দুর রশিদের পুত্র বালু ব্যবসায়ী অবৈধ ডাম্পারে বালু ভর্তি করে নিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে তার বাড়ীর পাঁকা দেওয়াল ভাঙচুর করে ভিতরে প্রবেশ করে। ঐ সময় প্রচন্ড শব্দে পরিবারের সদস্যরা দৌড়ে বাড়ী হতে বাহির হয়ে গেলে প্রাণ হানির ঘটনা থেকে রেহাই পায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে নাজিমগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি ফিরোজ কবির কাজল ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে গেলে ভুক্তভোগী রাশেদুল ইসলাম জানায় তার প্রায় দেড় লক্ষাধিক টাকা বাড়ীর ক্ষতি হয়েছে। প্রতিনিয়ত অবৈধ বালু বহনকারি ডাম্পার, ট্রাকের কারণে একদিকে যেমন রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে অন্যদিকে জনবসতি এলকায় দূঘটনা আতঙ্কে বসবাস করছে এলকাবাসী। অবৈধ যান চলাচল বন্ধের জন্য থানা প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করছে এলকাবাসী।