
হাফিজুর রহমান: কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রানার্সআপ হয়েছে ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদ দল। মঙ্গলবার (২৩মে) মঙ্গলবার বিকাল থেকে কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের লীগ পযায়ের খেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন, ভাড়াশিমলা ইউনিয়ন ও তারালী ইউনিয়ন পরিষদ মধ্যে লিগ পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। পয়েন্টর ভিত্তিতে ফাইনালে দক্ষিণ ইউনিয়ন দল ও ভাড়াসিমলা ইউনিয়ন দল একে অপরের মুখোমুখি হয়। খেলায় গোলশূন্য ড্র হলে ট্রাইবেকার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ৪ ও ভাড়াসিমলা ইউনিয়ন ১ গোল করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বেও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুলাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, যুগ্ন সম্পাদক আশেক মেহেদী, কোষাধ্যাক্ষ শামসুল কবির খোকন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনি, আশেক সদস্য সৈয়দ মমিনুর রহমান। খেলায় ম্যান অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে ভাড়াশিমলা ইউনিয়নের খেলোয়ার আসাদুর রহমান সাদ, সেরা খেলোয়াড় দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন এর খেলোয়ার ইয়াসিন, ও সেরা গোলরক্ষক একই দলের সাইদুর রহমান। খেলার বিরতির সময় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফিফা অ্যাসিস্ট্যান্ট রেফারি শেখ ইকবাল আলম বাবলুকে উপজেলা রেফারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।