
হাফিজুর রহমান: অভিনব পন্থায় ক্রেতা সেজে উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান মাদকের চালান বিক্রি করতে আসে আল আমিন গাজী (২২) নামক এক মাদক ব্যবসায়ীকে ৪৮ বোতল ফেন্সিডিল সহ আটক করতে সক্ষম হলেও সঙ্গে থাকা অপর মাদক ব্যবসায়ী নাজমুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ভো দৌড় দিয়ে পালিয়ে যায়।
শনিবার রাত ১টার সময় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় সীমান্তবর্তী খানজিয়া ক্যাম্প সংলগ্ন দেবহাটা থানার নাংলা নামক স্থানে এঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন দেবহাটা থানার দক্ষিন নাংলা গ্রামের আহম্মাদ গাজীর পুত্র। উক্ত ঘটনায় কালিগঞ্জ থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে রবিবার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৪। মামলায় দেবহাটা থানায় নওয়াপাড়া গ্রামের আব্দুর রউফের পুত্র অপর মাদক ব্যবসায়ী নাজমুল ইসলাম কে আসামী করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন জানান তার নেতৃত্বে দেবহাটা থানার নাংলা এলাকা হতে একটি মাদকের চালান কালিগঞ্জের খানজিয়া সীমান্ত থেকে পাচার হবে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ থানার উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান কন্সটেবল ইমাম হোসেন সহ সংগীয় ফোর্স নিয়ে ক্রেতা সেজে ওৎ পেতে থাকে। মাদক চক্রটী নাংলা নামক স্থানে মাদক দিতে এসে একটি বস্তায় ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আল আমিন কে হাতে নাতে গ্রেপ্তার করলেও অপর মাদক ব্যবসায়ী নাজমুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আল আমিন কে রবিবার সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।