
হাফিজুর রহমানঃ- আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য প্রার্থীদের সঙ্গে নির্বাচনী আচরণবিধি এবং আইন-শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৬-নভেম্বর) বেলা ৪ টার সময় উপজেলা পরিষদ মাঠ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভ‚মি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ এবং উপজেলা নির্বাচন অফিসার অনুজ প্রম‚খ। উক্ত সভায় রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রত্যেক প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলতে হবে। কোন প্রকার আইন- শৃংখলার ব্যত্যয় ঘটলে তার বিরুদ্ধে কঠোর আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল জরিমানা করা হবে। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে এতে কোনো প্রকার সন্দেহ নাই। কোন প্রকার শোডাউন বা এক প্রার্থী অন্য প্রার্থীর কর্মী সমর্থকদের সঙ্গে সাংঘর্ষিক কাজে লিপ্ত থাকা যাবেনা। আগামী ২৮ নভেম্বর সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসনের যা যা করা দরকার সেটা করবে। থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা তার বক্তব্যে বলেন,কোনো প্রকার সন্ত্রাসী কার্যকলাপ অস্ত্রবাজী করতে দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটে এমন কাজ করলে পুলিশ কঠোর ভাবে আইনের আওতায় আনবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। কোন সভা সমাবেশ করতে হলে ২৪ ঘন্টা আগে প‚র্ব অনুমতি নিতে হবে অন্যথায় করতে দেওয়া হবে না। বিষয়টি মাথায় রেখে প্রত্যেক প্রার্থীকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। কালো টাকা পেশীশক্তি ব্যবহার করলে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। উক্ত সভায় উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরা ছাড়াও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।