আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের প্রতিবন্ধী স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২টায় কালিগঞ্জ পাউখালী অবস্থিত প্রতিবন্ধী স্কুলের হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা)। সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী শারু খান। প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ পল্লী-বিদ্যুৎ অফিসের মো. আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও উক্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকা,সাংবাদিক সুধী ব্যক্তি প্রমূখ। উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন দিক তুলে ধরেন।