
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা নিয়ে নৌকা এবং স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নৌকার বর্তমান চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থকদের বিরুদ্ধে। গত ১২, ১৩ এবং ১৪ নভেম্বর দুই প্রার্থী বাদী হয়ে একে অপরের বিরুদ্ধে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগে নৌকার প্রার্থী চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন বলেন, তার কর্মী সমর্থকরা প্রচার প্রচারণা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে পোস্টার লাগাতে গেলে প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম এর কর্মী সমর্থকরা মারপিট খুন-জখমের প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। যে কারণে আমার নৌকার লোকজন প্রচার প্রচারণা চালাতে পারছেনা।
পাল্টা অভিযোগ করে জাহাঙ্গীর আলম তার অভিযোগে একই ভাবে বলেন, আমার নেতাকর্মী সর্মথকরা আমার পোস্টার লাগাতে বা প্রচার চালাতে হাট-বাজারে গেলে তাদেরকে মারপিট, খুন, জখমের হুমকি দিচ্ছে। আমরা যেন বাড়ি থেকে বের না হই এমনকি আমি বাড়িতে উঠান বৈঠক করার সময় শনিবার আমার বাড়িতে হামলা করে নৌকার লোকজন।
বিষয়টি নিয়ে দুইপক্ষের চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আইন-শৃংখলার ব্যাঘাত ঘটতে পারে। লিখিত অভিযোগের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে উপ-পরিদর্শক হাসানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার বিকাল ৪ টার সময় বিষ্ণুপুর ইউনিয়ন ঘুরে দুই প্রার্থীকে ডেকে সতর্ক করে নির্বাচনী আচরণবিধি মেনে নিজ নিজ পক্ষের কাজ করার নির্দেশ দেন। আচরণবিধি অমান্য করে আইন-শৃংখলার বিঘœ ঘটবে এমন কাজ করলে বা আইন হাতে তুলে নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। তাছাড়া নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওই ইউনিয়নে অবস্থান করবে। ঘটনার সত্যতা জানার জন্য এ ব্যাপারে উপ পরিদর্শক হাসানুর রহমানের নিকট জিজ্ঞাসা করলে তিনি সাংবাদিকদের কে বলেন, বিষ্ণুপুর ইউনিয়ন দুই জন চেয়ারম্যান প্রার্থী হওয়ায় একটু উত্তেজনা বেশি তবে দুই প্রার্থীকেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।