হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:
মাদকবিরোধী অভিযানে ৪০ পিচ ইয়াবা, ৩৫ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মাদক কারবারি হামিদুল মোল্লাকে (৪৫)পুলিশ গ্রেপ্তার করেছে।
মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কালিগঞ্জ থানার সহকারী পরিদর্শক মামুন এবং তারেকের নেতৃত্বে নলতা ইউনিয়নের চৌবাড়িয়া নামক স্থান হতে বুধবার( ২ মার্চ) রাত সাড়ে ১১টার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক কারবারি হামিদুল মোল্লা চৌবাড়িয়া গ্রামের মৃত আহাদ আলী মোল্লার পুত্র। উক্ত ঘটনায় থানার সহকারী উপ-পরিদর্শক মামুন বৃহস্পতিবার থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। আটককৃত মাদক কারবারি হামিদুল মোল্লাকে বৃহস্পতিবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
মাদকের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আমিনুর রহমান ও থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা সাংবাদিকদের জানান, মাদকের বিষয়ে কোনো ছাড় নয়। মাদক কারবারীদের গ্রেপ্তার করতে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।