প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ৫:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২১, ৮:৫৬ অপরাহ্ণ
কালিগঞ্জে পুলিশি অভিযানে ফেনসিডিলসহ এক মাদক কারবারি আটক
হাফিজুর রহমানঃ- মাদক নিয়ে পাচার করার সময় (৩৯) বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আফসার গাজী (৪০) কে পুলিশ আটক করেছে। আটককৃত মাদক কারবারি আফসার গাজী সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের রত্নেশ্বর পুর গ্রামের মৃত বাবর আলী গাজীর পুত্র। (৮-অক্টোবর) শুক্রবার বেলা ৫ টার সময় একটি বস্তায় ৩৯ বোতল ফেনসিডিল নিয়ে মোটরসাইকেল যোগে নলতায় পৌঁছানোর আগে সাতক্ষীরা কালিগঞ্জ মহাসড়ক এর খামারপাড়া নামক গ্রামের সামনে রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনায় থানা উপ সহকারী পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে ২৫(বি), ২২৫(ডি) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১৭। থানার সহকারি উপ পরিদর্শক জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধলবাড়িয়া হতে ফেনসিডিল নিয়ে নলতা যাওয়ার পথে তাকে আটক করা হয় গ্রেপ্তারকৃত মাদক কারবারিকে।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.