
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: নিজ বাড়ীতে বনভোজনের আয়োজন করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ আমির হামজা ওরফে হৃদয় (১৮) নামে এক কলেজ ছাত্রের করুন মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্র কালিগঞ্জ উপজেলার বাজারগ্রাম রহিমপুর গ্রামের শেখ সাইফুল ইসলামের পুত্র এবং কালিগঞ্জ সরকারি কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। শুক্রবার রাত পৌনে ১০ টার সময় নিজ বাড়ীতে সহপাঠিদের নিয়ে বনভোজন করার সময় বৈদ্যুৎতিক বোর্ডের সুইচে হাত দিলে এ দূর্ঘটনা ঘটে। তাৎক্ষনিক ভাবে তাকে স্থানীয় ডাক্তার দেখিয়ে কালিগঞ্জ
হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার গোলাম মোস্তফা মৃত ঘোষনা করেন। নিহত আমির হামজা ওরফে হৃদয় বাবার একমাত্র সন্তান। তার মা ঢাকায় চাকরি করার সুবাদে বাড়ীতে সে একা থাকতো। তার মৃত্যুতে তার পরিবার এবং সহপাঠিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার বাদ আসর কালিগঞ্জ ঈদগাহ ময়দানে জানাযা শেষে মহৎপুর সরকারি কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।