কালিগঞ্জ ব্যুরো: কালিগঞ্জে পানিতে ডুবে রিজিয়া পারভীন (৩০) নামে এক গৃহবধূর করুন মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টায় উপজেলার পূর্ব মৌতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিজিয়া পারভীন পূর্ব মৌতলা গ্রামের শেখ শহীদুল ইসলামের স্ত্রী ও শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের চালতা ঘাটা গ্রামের মৃত আলী বক্স গাজীর মেয়ে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার ভোরে পুকুরে গোসল করতে যেয়ে ফিরে না আসায় স্বামী শহিদুল ইসলাম গৃহবধূ রিজিয়া পারভীন খুজতে বের হন। এসময় পুকুরের পাড়ে জুতা এবং জামা কাপড় পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয় আরিজুল ইসলাম কে সাথে নিয়ে পুকুরে হাটু পাটিতে নামার সাথে সাথে নিহত গৃহবধূ রিজিয়া পারভীনের সন্ধান মেলে। দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে স্থানীয় ডাক্তারকে ডেকে আনা হলে তিনি গৃহবধূ মারা গেছেন বলে জানান। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ পরিদর্শক সনজিব সরকার ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করেন। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। বিষয়টি নিয়ে অনেকে রহস্য জনক মৃত্যু দাবী করলেও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রফিকুল ইসলাম বাটুল জানান, নিহত রিজিয়া পারভীন ও শহিদুল ইসলাম সুখী পরিবার হিসাবে এলাকায় বসবাস করত। তাদের ভিতরে কোন কলোহ শোনা যায়নি।
কালিগঞ্জে পানিতে ডুবে গৃহবধূর মৃত্যু
পূর্ববর্তী পোস্ট