নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জের পত্রিকা পরিবেশক আজমের মা হামিদা বেগম এর ফারিদা অংশের সম্পর্ত্তির গাছ ও ঘেরা বেড়া কেটে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে হামিদা বেগম ১০ ফেব্রুয়ারী কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, বাজার গ্রামের মৃত শেখ হেকমতুল্লাহ পুত্র রওশান আলী ও তার পুত্র শামছুল হক, রুহুল আমিন আব্দুল হাই, মৃত্যু শেখ মইনূদ্দীন এর পুত্র আব্দুল হামিদ, আব্দুল জব্বার সহ অজ্ঞতনামা ২/৩ জন হামিদা বেগমের পুত্র আজম এর ভোগ দখলীয় জমির গাছ ও ঘেরা বেড়া কেটে জোর পূর্বক ক্ষতিগ্রস্ত করে। বাদীরা নিষেধ করলে বিবাদীরা অকথ্য ভাষায় গালি গালাজ ও মারপিট করতে আসে। বিষয়টির প্রতিকার চেয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।