
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: নৌকার সমর্থকের বাড়িতে সন্ত্রাসী বহর নিয়ে গালিগালাজ হামলার ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোড়লকে লাঞ্ছিত করেছে এলাকাবাসী। খবর পেয়ে দু’ঘণ্টা পর থানার পুলিশ যেয়ে উদ্ধার করলে এ যাত্রায় রেহাই পায়। ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের নবীনগর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে। উক্ত ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ মোড়ল সহ ২০/২৫ জনকে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেছে। থানায় লিখিত অভিযোগ এবং ভুক্তভোগী সিরাজুল ইসলাম জাকির গনি হক সহ একাধিক ব্যক্তি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং চেয়ারম্যান মোজাম্মেল হক ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মনোনয়ন চায়। আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড মোজাম্মেল হক গায়েন কে নৌকার মনোনয়ন দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ মন্ডল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। রবিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টার সময় আব্দুল লতিফ মোড়লের নেতৃত্বে ৩০/৩৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ নিয়ে সিরাজুল ইসলামের বাড়িতে যেয়ে তাকে বাড়িতে না পেয়ে তার মা সফুরা বেগম কে অকথ্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। উক্ত খবর ছড়িয়ে পড়লে এলাকার ৫ শতাধিক লোক একত্রিত হয়ে লতিফ বাহিনীকে ধরে গণধোলাই শুরু করে। ওই সময় থানায় খবর দিলে থানা হইতে উপ-পরিদর্শক মাসুমের নেতৃত্বে পুলিশ ভ্যানযোগে রাত সাড়ে ৮ টার সময় ঘটনাস্থলে গিয়ে আব্দুল লতিফ মোড়লকে উদ্ধার করলে এ যাত্রায় রেহাই পায়। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।