হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার সদ্য যোগদানকারী নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের সঙ্গে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশা মানুষের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, চেয়ারম্যান, ইউপি সদস্য, সূধী, সাংবাদিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল তার বক্তব্যে বলেন আমি কালিগঞ্জ উপজেলার প্রশাসক হিসাবে না আমি একজন সেবক হয়ে উপজেলার সাধারণ মানুষ সকল উন্নয়ন কর্মকান্ডের সঙ্গে মিশে থাকতে চাই। সেজন্য সবার সহযোগীতা আমার কাম্য। উপজেলা উন্নয়নে যে কোন প্রকল্পের দূর্নীতি রোধ করে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদী তার বক্তব্যে বলেন দেশ আজ উন্নয়নের রোল মডেল হিসাবে বিশ্ব দরবারে স্থান করে নিয়েছে। আমরাও বর্তমান সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সকল কর্মকান্ডে এগিয়ে নিতে একযোগে কাজ করব। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারী কলেজের অধ্যাক্ষ জি,এম রফিকুল ইসলাম, নলতা আহছানিয়া রেন্সিডিয়ানসিয়াল কলেজের অধ্যাক্ষ তোফায়েল আহম্মেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কামান্ডার আব্দুল হাকিম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজুমুল আহসান,মহিলা ভাইচ চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবুল কালাম, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন ছাড়াও উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যদের মধ্যে মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন এ্যাডভোকেট কুতুবুদ্দিন জাফুরুল্লা ইব্রাহিম বক্তব্যে উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।