নিজস্ব প্রতিবেদক : কালিগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯-জানুয়ারী) সাড়ে ১২ টার সময় নির্বাহী কর্মকর্তার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরীম আলী মুন্সি, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ জাফরুল আলম বাবু, বিশিষ্ঠ সাহিত্যিক গাজী আজিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি নিয়াজ কওছার তুহিন, সাধারণ সম্পাদক ইকবাল আলম বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, সুকুমার দাস বাচ্চু, তথ্য প্রযুক্তি লীগের সভাপতি ও সাংবাদিক মাসুদ পারভেজ কাপ্টেন, কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়েল প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, অ্যাডভোকেট জাফরুল্ল্যাহ ইব্রাহিম, সাংবাদিক হাবিবুল্ল্যাহ বাহার, শিমুল হোসেন, আতিকুর রহমান প্রমুখ।