হাবিবুল্লাহ বাহার কালিগঞ্জঃ- কালিগঞ্জ নদীতে ডুবে আব্দুস সালাম (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০টার দিকে। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বেনাদোনা গ্রামের সামছুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানাগেছে, তারা আপন দুই ভাই গোয়াল ঘেঁষিয়া নদীতে মাছ ধরতে যায়। এক ভাই মাছ ধরে সন্ধ্যায় বাড়ী ফিরে। অপরজন আব্দুস সালাম বাড়িতে না ফেরায়। তার পিতা সামছুর রহমান ও স্থানীয় লোকজন খুঁজতে বের হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে নদীতে ডুবা অবস্থায় তার লাশ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে স্থানীয়রা বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান,উপ-পরিদর্শক ওহিদুর রহমানের নেতৃত্বে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে। বিষয়টি সন্দেহজনক হাওযায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং- ২৭।