
হাফিজুর রহমান: কালিগঞ্জ উপজেলায় নতুন করে আরো ২জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু ধরা পড়েছে। এই নিয়ে এ পযন্ত উপজেলার মোট ৯ জনের শরীরে করোনা ভাইরাস হয়েছে। বুধবার উপজেলার স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান এই বিষয়টি নিশ্চিত করে বলেন বুধবার সকালে তার রিপোর্ট হাতে এসে পৌছালে লকডাউনের জন্য উপজেলা প্রশাসন জানানো হয়। করোনায় আক্রান্ত ব্যাক্তিরা হল আয়েশা খাতুন(৪৫) সে নলতা ইউনিয়নের নলতা গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী, অপর জন পূর্ব নলতা গ্রামের মৃত ইরশাদ আলী বিশ^াসের পুত্র হোসেন আলী (৪৭)। কালিগঞ্জ স্বাস্থ্য
কমপ্লেক্স-এর স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান গত ২১ জুন তাদের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিয়ার ল্যাবে পাঠানো হয়। গতকাল বুধবার তাদের নমুনা স্যাম্পেলে তাদের শরীলে করোনা পজিটিভ বিষয়টি জানা যায়।
বিষয়টি জানার পর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে কালিগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ দেলোয়ার হুসেনের নেতৃত্বে থানার উপ-সহকারি পরিদর্শক রুপক সাহা এবং ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম আক্রান্তদের বাড়ীতে যেয়ে ২টি বাড়ী লকডাউন ঘোষনা করেন।