নিজস্ব প্রতিবেদক: নছিমনের ধাক্কায় শাহরিয়ার হোসেন জিম (১০) নামের এক ৫ম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। রোববার সকাল ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জের জিরেনগাছা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত জিম কালিগঞ্জের বন্দকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ও বন্দকাটি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। বন্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুচিত্রা দেবনাথ জানান, কালিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের নানা আবু বক্কর ছিদ্দিকির সঙ্গে নানার বাড়ি থেকে বাড়ি ফিরছিল জিম। পথিমধ্যে সকাল ১০টার দিকে জিরেনগাছা মোড়ে বালিভর্তি একটি নছিমন তাকে ধাক্কা মারে। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয়রা নছিমনটিকে আটকাতে পারলেও চালক পালিয়ে যায়। আবু বক্কর ছিদ্দিক জানান, তিনি জিরেনগাছায় লিচু কেনার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল জিম। এ সময় বালিভর্তি নসিমন মোড় ঘোরার সময় জিমকে ধাক্কা মারে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।