
হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে: কালিগঞ্জ উপজেলার আসন্ন শারদীয় দুর্গা পূজার ০৩ (দিন) ছুটির দাবি ও দেশব্যাপী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতন প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোট কালিগঞ্জ শাখার আয়োজনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকাল ৫টার সময় কাঁকশিয়ালী সেঁতু সংলগ্ন বঙ্গবন্ধু ম্যোরাল চত্ত্বরে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধন কর্মসূচীতে হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল সরকারের সঞ্চলনায় বক্তব্য রাখেন, সভাপতি ডা. পতিরাম মল্লিক, নির্বাহী সভাপতি মাস্টার প্রভাষ মন্ডল, সিনিয়র সভাপতি বিজিত কুমার বর্ম্মন, সিনিয়র সভাপতি চন্ডীচরণ মন্ডল, সহ–সভাপতি জয় কুমার দাস, সহ–সমন্বয়কারী পুলক সরকার, কোষাধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, যুগ্ন–সম্পাদক উজ্জ্বল মন্ডল, দপ্তর সম্পাদক স্বপন চ্যাটার্জী, সমাজ কল্যাণ বিষয়ক মেম্বর নিরঞ্জন মন্ডল, মানবাধীকার সম্পাদক মাস্টার বিধান সরকার, দলিত ফেডারেশনের সুশান্ত দাস, সংকর দাস, তারক দাস, রতনপুর ইউনিয়নের সভাপতি বিক্রম পাত্র, বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক তাপস মজুমদার, মৌতলা ইউনিয়নের সভাপতি বলাই দাস, সম্পাদক সুকদেব রায়, ভাড়াশিমলা ইউয়িনের সভাপতি বিমল ঢালী, নলতার সাধারণ সম্পাদক দেবপ্রসাদ বিশ^াস, তারালী ইউনিয়নের সভাপতি শংকর সরকার, যুব জোটের প্রকাশ দেবনাথ প্রমূখ।