
হাফিজুর রহমান, কালিগঞ্জ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ বছরের শিশু তার মা সহ ১ মহিলাকে মধ্যযুগীয় কায়দায় মারপিট করা হয়েছে। শুধু তাই না গুরুতর জখম অবস্থায় আহত শিশু, তার মা সহ ঐ নারীকে হাসপাতালে ভর্তি করা হলে রাতে ২য় দফায় হাসপাতালের কেবিনে হামলা চালিয়ে হাসপাতাল ছাড়ার হুমকি দেয় সন্ত্রাসিরা। খবর পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসিরা দ্রুত পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১০টার সময় কালিগঞ্জ উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর গ্রামে। আহত অবস্থায় বেলা ১টার সময় কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এর ৩ নম্বর কেবিনে ভর্তি করলে সেখানে রাত ৮টার সময় সন্ত্রাসি মাহবুরের নেতৃত্বে কালিগঞ্জ থেকে ভাড়াটিয়া সন্ত্রাসি বাহিনী নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। হাসাপাতালে ভর্তি আহতদের নাম উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী জাহানারা খাতুন (২৮), তার ২ বছরের শিশু পুত্র তোহা, এবং মুরশিদ কারিকরের স্ত্রী রেবেকা সুলতানা (১৯)। পারিবার সূত্রে জানাযায় সামান্য কানের ১ জোড়া দুল হারানোকে কেন্দ্র করে উত্তর শ্রীপুর গ্রামের আহমদ আলী সরদারের পুত্র মোশারাফ সরদার (৫৫), তার স্ত্রী আয়েশা (৪০), মুসা সরদার (৫০), তার স্ত্রী আছিয়া (৪০), তার কন্যা কুলসুম বেগম (২২), এবং তাদের পুত্র মাহাবুবর (২৪) সহ সন্ত্রাসিরা প্রথমে কথা কাটাকাটি পরে বেধড়ক পিটিয়ে ২ নারী সহ ২ বছরের শিশুকে মারাতক জখম করে। হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিৎকিসক গোলাম মোস্তফা বলেন নির্যাতনের শিকার নারী ও শিশুর মুখ, হাত, পা, সহ পুরো শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন আছে। তাদেরকে প্রয়োজনীয় চিৎকিসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বুধবার মোমিনুর রহমান বাদী হয়ে ৭/৮ জনের নামে থানায় ১টি এজাহার দায়ের করেছে।