আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের পল্লীতে গৃহবধু নিখোঁজ দশদিন, স্বামী সন্তান ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। সম্ভাব্য স্থানে খুঁজেও সন্ধান মেলেনি। জানাগেছে, উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের শ্রমজীবি সিদ্দিক গাজীর স্ত্রী, তিন কন্যা সন্তানের জননী নুরনেছা বেগম (৪৫) গত ২০ সেপ্টেম্বর থেকে নিখোঁজ। তিনি মৌতলা ইউনিয়ন এর চাতরা গ্রামে মেঝ জামাই আফছার আলীর বাড়ি থেকে নিজ বাড়িতে আসবে বলে বেরুলেও আজও তার কোনো সন্ধান মেলেনি। স্বামী সিদ্দিক গাজী তার ও শশুরকূলের আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি সন্ধান করলেও স্ত্রীকে না পেয়ে উদ্বিগ্ন। তিনি আকুতি জানিয়েছেন তার স্ত্রীকে কেউ সন্ধান পেলে ০১৭৫৯৬৯৮৫০৬ নম্বরে জানাতে।
কালিগঞ্জে তিন সন্তানের জননী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
পূর্ববর্তী পোস্ট