আব্দুর রহিম, কালিগঞ্জ: প্রাকৃতিক দুর্যোগ ও মানব সৃষ্টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২ আগস্ট (বুধবার) সকাল দশটায় কালিগঞ্জ উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও চেক বিতরণ করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা (বুশরা)। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান ও সভাপতিত্ব করেন কালিগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মিয়ারাজ হোসেন। এ সময় কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগাত প্রাকৃতিক ও মানব সৃষ্টি দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের মঝে ঢেউটিন ও নগদ অর্থ তিন হাজার টাকা করে মোট এক লক্ষ ২৯ হাজার টাকা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই দু:সময়ে তাদের পাশে থাকার জন্য কালিগঞ্জ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা মেরাজ হোসেন এর মাধ্যমে সরকারকে সাধুবাদ জানিয়েছেন।