
নিজস্ব প্রতিবেদক: কালিগঞ্জে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্জ্ব মুনসুর আহমেদ’র আশু রোগ মুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় সার্কেল অফিস সংলগ্ন ঠিকাদার কল্যান সমিতির কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রেজাউল করিম রেজা, কুশুলিয়া ইউপি’র চেয়ারম্যান প্রার্থী শেখ আবুল কাশেম মোহাম্মাদ আব্দুল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন, অ্যাড. আব্দুস সাত্তার, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আরিছুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ শাওন আহমেদ সোহাগ, মথুরেশপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিলন, যুবলীগ নেতা সুলতান হোসেন, ওমর ফারুক সোহাগ, ছাত্রনেতা আতিকুর রহমান প্রমুখ।