প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৭:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩, ৮:৩৯ অপরাহ্ণ
কালিগঞ্জে জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার পরামর্শ সভা
আব্দুর রহিম, কালিগঞ্জ: কালিগঞ্জের জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের প্রস্তুতির জন্য পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) যোহরের নামাজবাদে মাদ্রাসার পরিচালনা পর্যদের আয়োজনে মুহতামিম আলহাজ্ব মাওলানা এজিহুর রহমানের সভাপতিত্বে পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক আলহাজ্ব মোঃ আবুল কালাম বাবলা। বিশেষ অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ইতালি আ' লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দি ইউরিপিয়ন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ রোম এর ব্যাবস্থাপনা পরিচালক রনি আহমেদ, উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমনসহ সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন গন্যমান্য ব্যাক্তবর্গনহ সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন।পরামর্শ সভাশেষে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল হযরত মাওলানা ওজিহুর রহমান।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.